রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

জামালপুরে ট্রেন ও ট্রাকের সংঘর্ষ, আহত ৩

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ০২:৫৭ পিএম

শেয়ার করুন:

loading/img

জামালপুরে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ট্রেন চালকসহ তিনজন আহত হয়েছেন। এই ঘটনায় এক ঘণ্টার বেশি সময় ধরে জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সদরের কানিল ঘুন্টি রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


বিজ্ঞাপন


জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী একটি কমিউটার ট্রেন কানিল ঘুন্টি এলাকায় পৌঁছালে, একই সময়ে জামালপুরগামী তরমুজবাহী একটি ট্রাক গ্যাট বেরিয়ার ভেঙে লাইনের ওপর উঠে যায়।

এরপর সংঘর্ষের ফলে ট্রাকটি একটি দোকানের ওপর গিয়ে আছড়ে পড়ে। এতে ট্রেন চালক, গ্যাট কিপার ও দোকানদার আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এক ঘণ্টা পর ইঞ্জিন মেরামত করে ট্রেনটি নান্দিনা স্টেশনে নিয়ে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর

News Hub