শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে নাদিয়া খাতুন নামে চার বছর বয়সী এক কন্যা শিশুর মারা গেছেন।
বুধবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিশগিরিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত নাদিয়া ওই গ্রামের নূর হোসেনের মেয়ে।
বিজ্ঞাপন
নাদিয়ার স্বজনরা জানায়, বাড়িতে থাকা সেচপাম্পে মায়ের সাথে গোসল শেষে খেলা করছিল শিশু নাদিয়া। একপর্যায়ে আনুমানিক বেলা একটার দিকে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পরে ডুবে যায় সে। এদিকে বেশকিছু সময় নাদিয়াকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানি থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অন্যান্য আইনি পদক্ষেপ চলমান রয়েছে।