ঈদের দিন যতই ঘনিয়ে আসছে, ততই ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে।
গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ একদিনে টাঙ্গাইলের যমুনা সেতু থেকে ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়েছে এবং মোট ২৯ হাজার ২৩৩টি যানবাহন পারাপার হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৪ মার্চ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যমুনা সেতুর পূর্ব প্রান্তে ১৫ হাজার ৩৫৪টি যানবাহন পারাপার হয়েছে, এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ১০০ টাকা। আর সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তে ১৩ হাজার ৮৭৯টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা।
তিনি আরও বলেন, মহাসড়কে যানজট নিরসনে যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম উভয় প্রান্তে ৯টি করে মোট ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য ৪টি বুথও স্থাপন করা হয়েছে।
প্রতিনিধি/একেবি