মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে আগুন লেগে তিনটি বগি পুড়ে যাওয়ার ঘটনায় চার ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (১১ জুন) বিকেল ৫টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন শমসেরনগর স্টেশনের স্টেশন মাস্টার জালাল উদ্দিন। এর আগে দুপুর একটার দিকে ওই দুর্ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বিজ্ঞাপন
দুপুরে কমলগঞ্জ উপজেলার পতনউষার চক কবিরাজি এলাকায় সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের পাওয়ারকারে আগুন লাগে। এতে তিনটি বগি পুড়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় একটি তদন্ত কমিটি করেছে রেলওয়ে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে সাত সদস্যের এই কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ঘটনা পরিদর্শন করেছেন। তিনি তদন্ত কমিটি গঠনের বিষয়টি সাংবাদিকদের জানান।
স্থানীয়রা জানান, আগুন নেভাতে প্রথমে স্থানীয়রা এগিয়ে আসে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে শনিবার বিকেল পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বিমান বাহিনীর সদস্যরাও আগুন নেভাতে সহযোগিতা করেন।
বিজ্ঞাপন
জেবি

