মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘হাসিনার পতনে সাময়িক মুক্তি পেয়েছি, কাঙ্ক্ষিত মুক্তি এখনও মেলেনি’

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ১০:১১ পিএম

শেয়ার করুন:

loading/img

যশোরে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দীর্ঘ ১৬ বছর আন্দোলনের ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের মাধ্যমে আমরা সাময়িক মুক্তি পেয়েছি। কিন্তু কাঙ্ক্ষিত মুক্তি এখনও মেলেনি। জন প্রত্যাশিত কাঙ্ক্ষিত গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমাণ না হওয়া পর্যন্ত প্রকৃত মুক্তি মিলবে না। তাই দেশের বৃহত্তর স্বার্থে সকল গণতান্ত্রিক শক্তিকে একতাবদ্ধ থাকতে হবে। অন্যথায় আমাদের গণতান্ত্রিক যাত্রা থেমে যাবে এবং দীর্ঘ ১৬ বছরের রক্ত দান ও আত্মত্যাগ বৃথা যাবে।

মঙ্গলবার (২৫ মার্চ) জেলা বিএনপি আয়োজিত বিশিষ্ট রাজনীতিবিদ, নাগরিক সমাজ, ব্যবসায়ী, পেশাজীবী ও ধর্মীয় নেতৃবৃন্দের সম্মানে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


অধ্যাপক নার্গিস বেগম বলেন, চারদিক থেকে পলাতক শত্রুরা মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। একটু একটু করে বিষধর সাপের মত তাদের জিহ্বা বের করার অপচেষ্টা করছে। আমরা সতর্ক ও সজাগ থাকতে হবে। অন্যদিকে সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার পাঁয়তারা চলছে। সম্মিলিতভাবে সকল গণতান্ত্রিক শক্তিকে এটি প্রতিহত করতে হবে। একই সঙ্গে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি কোনো দিন কারও দয়ায় রাষ্ট্রীয় ক্ষমতায় আসেনি এবং ভবিষ্যতেও আসবে না। বিএনপির দায়বদ্ধতা দেশের জনগণের কাছে। তাদের ভোটে বিএনপি অতীতের মতো আগামীতেও রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। তাই বিএনপিকে কোনো ষড়যন্ত্র কিংবা চক্রান্ত করে কোনো লাভ হবে না, জনগণ সেটি প্রতিহত করবে। 

তিনি বলেন, জুলাই বিপ্লব শহিদদের আত্মত্যাগের কথা কখনোই ভোলা যাবে না। তাদের এই আত্মত্যাগের কোনো প্রতিদান হয় না। সে কারণে বিভিন্ন উপলক্ষ্যে আমরা তাদের এই আত্মত্যাগের কথা সম্মানের সঙ্গে স্মরণ করি।

মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, জুলাই-আগস্ট বিপ্লবসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। এসময় মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও গুরুতর অসুস্থ দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।


বিজ্ঞাপন


এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ যশোর জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের প্রয়াত সকল নেতা-কর্মীর রুহের মাগফিরাত কামনা করা হয়।

জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মজিদ, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এইচ এম আহসান হাবীব, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শফিক উজ্জামান, জেলা জামায়াতের সাবেক আমীর আব্দুর রশিদ, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, মানবাধিকার কর্মী বিনয় কৃষ্ণ মল্লিক, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন কুমার দাস, যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন প্রমুখ।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর