মালয়েশিয়া প্রবাসী আজগার আলী। যশোরের শার্শা উপজেলার গোড়পাড়া বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংক লক্ষণপুর বাজার শাখায় স্ত্রী রীমা খাতুনের অ্যাকাউন্টে ৩৪ হাজার ৫শ’টাকা পাঠান। আর তাতেই ভাগ্য খুলে যায় রীমার। বাংলাদেশ কৃষি ব্যাংকের আয়োজিত রেমিট্যান্স উৎসব-২০২৫ লটারিতে প্রথম পুরস্কার হিসেবে ফ্রিজ পেয়েছেন রীমা।
মঙ্গলবার (২৫ মার্চ) শার্শা উপজেলার গোড়পাড়া বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংক, লক্ষণপুর বাজার শাখা, আয়োজিত অনুষ্ঠানে প্রথম পুরস্কার বিজয়ী রীমা খাতুনকে ওয়ালটন ফ্রিজ হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিকেবি, বিভাগীয় কার্যালয়ের জিএম আবু হাশেম মিয়া।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমানে বাংলাদেশের চারদিকে যে চাকচিক্য তা অভিবাসীদের রেমিটেন্সের কারণে হয়েছে। তাদের প্রেরিত অর্থ দেশের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে কাজ করছে।
পৃথিবীর বিভিন্ন দেশে অক্লান্ত পরিশ্রম করে প্রবাসীরা উপার্জিত রেমিট্যান্স দেশে পাঠায়। তাদের উপার্জিত আয়ের কারণেই আমাদের রিজার্ভ বেড়েছে, আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। আমরা দেখেছি পতিত আওয়ামী সরকারের আমলে জুলাই বিপ্লবের সময় সবচেয়ে কম প্রবাসী আয় এসেছে। অথচ আওয়ামী সরকার পতনের পর রেমিটেন্স বাড়া শুরু করেছে।
রীমা খাতুন বলেন, আমি কখন কল্পনা করতে পারিনি, আমার স্বামীর রেমিটেন্সের কারণে এমন একটি উপহার পাব। পুরস্কারে ব্যাপারে তিনি বলেন, আমি প্রথম যখন শুনেছি তখন বিশ্বাস করতে পারিনি। আমি ও আমার পরিবার অনেক খুশি এ পুরস্কার পেয়ে। ধন্যবাদ কৃষি ব্যাংকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিকেবি, যশোর মুখ্য অঞ্চলের সিআরএম এনায়েত করিম এবং এজিএম এস, এম, শামীম রেজা। যশোর মুখ্য আঞ্চলিক কার্যালয়ের এসপিও মুহাম্মদ বনী আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষণপুর বাজার শাখার ম্যানেজার পলাশ কুমার ঘোষ অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ব্যাংকের সেবা গ্রহণের বিষয়ে শাখার গ্রাহকসহ এলাকার স্থানীয় ব্যক্তিবর্গের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যাংকের নির্বাহীবৃন্দ। অনুষ্ঠানে গোড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান ব্যাংকের সেবার মান সন্তোষজনক মর্মে উল্লেখ করেন। লটারি বিজয়ী রীমা খাতুনের হাতে প্রথম পুরস্কার ফ্রিজ প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে