শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

নারায়ণগঞ্জে ছাত্রদলের সাবেক সভাপতিসহ ৩ নেতাকে শোকজ

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ০৮:০৪ পিএম

শেয়ার করুন:

loading/img

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ এবং ভুলতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম ভূঁইয়া রাসেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ জারি করা হয়।


বিজ্ঞাপন


নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নারায়ণগঞ্জ জেলা শাখা, রূপগঞ্জ উপজেলা ও ভুলতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক দায়িত্বশীল পদে থাকাকালীন সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা, তা নির্ধারণে কারণ দর্শাতে বলা হয়েছে।

এ প্রসঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশনা জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub