শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঈদযাত্রায় পারাপার নির্বিঘ্ন করতে পাটুরিয়া-আরিচা ঘাট প্রস্তুত

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ০১:২১ পিএম

শেয়ার করুন:

loading/img

ঈদে ঘরে ফেরা মানুষদের দুর্ভোগবিহীন যাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া-আরিচা ঘাট প্রস্তুত রয়েছে। এবার ঈদযাত্রায় নির্বিঘ্ন করতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে ১৭টি ফেরি এবং আরিচা-কাজিরহাট নৌ-পথে ৬টি ফেরি দিয়ে যানবাহন, যাত্রী পারাপার করা হবে।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের এজিএম আবদুস সালাম এই বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


thumbnail_IMG-20250324-WA0009

পাশাপাশি ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ প্রান্তের ৩৬ কিলোমিটার সড়কপথসহ নৌপথের দুইটি ঘাটে মোতায়েন থাকবে ৬০০ পুলিশ। নিরাপত্তা এবং ভোগান্তি এড়াতে চালু থাকবে জরুরি টেলিফোন সেবাও।

আরও পড়ুন

ঈদযাত্রার দ্বিতীয় দিন: ট্রেনে নেই হুড়োহুড়ি, যাত্রীদের স্বস্তি

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের এজিএম আবদুস সালাম বলেন, ঈদে যাত্রী-যানবাহন নির্বিঘ্নে ও নিরাপদে পারাপারের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ১৭টি ফেরি এবং আরিচা-কাজীরহাট রুটে ৬টি ছোট-বড় ফেরি সচল রাখা হয়েছে। এছাড়া ফেরিতে যানবাহন ওঠানামায় ঘাটের পন্টুন, অ্যাপ্রোচ সড়কের সংস্কার কাজ করা হয়েছে। যানজট নিরসনে ঘাটের এক কিলোমিটার পর্যন্ত ওয়ানওয়ে পদ্ধতিসহ ছোট ও বড় গাড়ির জন্য রাখা হচ্ছে আলাদা লেনের ব্যবস্থা। ঈদের তিনদিন আগ থেকে বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক পারাপার।


বিজ্ঞাপন


thumbnail_IMG-20250324-WA0008

পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেন, মানিকগঞ্জ প্রান্তের ঢাকা-আরিচা মহাসড়কের ৩৬ কিলোমিটার রাস্তাসহ দুইটি ঘাট এলাকায় ৬০০ পুলিশ নিয়োজিত থাকবে। পোশাক ও সাদা পোশাকে। এছাড়াও অজ্ঞানপাটি কিংবা মলমপাটি ও ছিনতাইকারী প্রতিরোধে বিশেষ নজরদারি থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সদস্যের পাশাপাশি ট্র্যাফিক পুলিশ, আনসার সদস্যও নিয়োজিত থাকবে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub