বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

মিরসরাইয়ে বিএনপির তিন আহ্বায়ক কমিটি গঠন, প্রতিপক্ষের হামলায় আহত ৪

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ১০:১০ এএম

শেয়ার করুন:

loading/img

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রামের মিরসরাই উপজেলা ও দুই পৌরসভার আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে কমিটি ঘোষণা হওয়ার পর রাত ৮টায় মিরসরাই পৌরসভা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব কামরুল হাসান লিটনের কার্যালয় ভাঙচুর করেছে প্রতিপক্ষের লোকজন। এতে ছাত্রদলের ৪ কর্মী আহত হয়েছেন। আহতরা হলেন, রাশেদ, সোহাগ, শাকিল। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


বিজ্ঞাপন


মিরসরাই উপজেলায় আবদুল আউয়াল চৌধুরীকে আহ্বায়ক এবং আজিজুর রহমান চৌধুরীকে সদস্য সচিব করে ৮৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

যুগ্ম আহবায়করা হলেন, সালাহ উদ্দিন সেলিম চেয়ারম্যান, নুরুল আবছার, মাঈন উদ্দিন মাহমুদ, মো. আলমগীর, ফখরুল ইসলাম, সরোয়ার উদ্দিন সেলিম, জসিম উদ্দিন, আমিনুল ইসলাম তৌহিদ, মনঞ্জুরুল হক বাহার।

বারইয়ারহাট পৌরসভায় বিএনপিতে মোহাম্মদ মঈন উদ্দিন লিটনকে আহ্বায়ক এবং জসিম উদ্দিন কমিশনারকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট এবং মিরসরাই পৌরসভায় জামশেদ আলম কমিশনারকে আহ্বায়ক এবং কামরুল হাসান লিটনকে সদস্য সচিব করে ৫৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপজেলার সব ওয়ার্ড, ইউনিয়ন এবং পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড কমিটি বাতিল করা হয়েছে। এছাড়া আগামী ৪৫ দিনের মধ্যে প্রতিটি ইউনিটে আহ্বায়ক কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে সাংগঠনিক কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


মিরসরাই পৌরসভা বিএনপির নব-নির্বাচিত সদস্য সচিব কামরুল হাসান লিটন বলেন, সোমবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশের চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ইফতারের পরপর যারা কমিটিতে আসতে পারে নাই, তারা পৌরসদরে আমার কার্যালয় ভাঙচুর করে এবং আমার ছাত্রদলের তিন কর্মীকে মারধর করে। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এবং আমার ব্যবসার ৩টি চেক নিয়ে গেছে।

আরও পড়ুন

মিরসরাইয়ে বিএনপির কমিটি গঠনের পর বিক্ষোভ-হামলা, আহত ৯

মিরসরাই উপজেলা বিএনপির নব-নির্বাচিত সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী বলেন, ‘আমি ছাত্র জীবনে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িয়ে যায়। বিগত ১৫ বছর আওয়ামী  ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সক্রিয়ভাবে আন্দোলন সংগ্রাম করে গেছি। আমি বিভিন্ন ইউনিয়নে বিএনপির কোন্দল নিরসনে কাজ করে যাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশ দলে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। চাঁদাবাজদের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স।

মিরসরাই উপজেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী বলেন, আমি ছাত্র জীবন থেকে জাতীয়তাবাদী দলের রাজনীতিতে নিজেকে নিয়োজিত রেখেছি। দীর্ঘদিন লড়াই সংগ্রামে দলের দুঃসময়ে নিবিড়ভাবে বিএনপির রাজনীতির পাশে থেকে জনগণের কল্যাণে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করেছি। দল আমাকে যোগ্য মনে করে এত বড় দায়িত্ব দিয়েছেন। আমি যথাযথভাবে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করব।

এদিকে মিরসরাইয়ে বিএনপির নতুন ৩ কমিটি হওয়ার প্রকাশে তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের যে উদ্দেশ্য দলের চাঁদাবাজ, সন্ত্রাস টেন্ডারবাজির সঙ্গে জড়িত কাউকে স্থান দেওয়া হবে না। উপজেলা এবং পৌর কমিটিতে সেটাই পরিস্ফুট হয়েছে। যোগ্য এবং ক্লিন ইমেজের জনবান্ধব নেতাদের হাতে উঠেছে বিএনপির নেতৃত্ব।

মিরসরাই পৌর কমিটির নবনির্বাচিত সদস্য সচিবের কার্যালয়ে হামলার বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, হামলার বিষয়টি শুনেছি। পুলিশের টিম ঘটনাস্থলে আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন