পচা খাবার বিক্রির দায়ে বরিশালের থ্রী-এস পেস্ট্রিশপ কর্তৃপক্ষকে ১৬ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
সোমবার (২৪ মার্চ) দুপুরে নগরীর নতুন বাজার রোডের ওই দোকানে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র।
বিজ্ঞাপন
এসময় পচা খাবার বিক্রির দায়ে তাদের এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুমি রাণী মিত্র বলেন, গত সপ্তাহে নগরীর কলেজ এভিনিউ-এর বাসিন্দা এসএন পলাশ থ্রী-এস পেস্ট্রি শপের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
সেই অভিযোগে তিনি উল্লেখ করেছেন, থ্রী-এস পেস্ট্রি শপ থেকে বার্গার কিনে প্রতারিত হয়েছেন। তাকে দেয়া বার্গারটি ৭/৮ দিনের বাসি-পচাঁ ছিল। সেই দোকানে অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা মেলে। এছাড়া দোকানে মেয়াদোত্তীর্ণ সস পাওয়ায় পৃথক ধারায় অর্থদণ্ড করা হয়েছে।
ভুক্তভোগী এসএন পলাশ বলেন, এ দোকান থেকে বার্গার কিনে বাসায় নিয়ে দেখতে পাই তা পচা। এ কারণে গন্ধ আসছিল বার্গার থেকে। তারপর এ ঘটনায় ভোক্তা অধিকার অধিদফতরের কাছে অভিযোগ দিয়েছিলাম।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে