মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নতুন বাংলাদেশে দলের নাম বা মার্কা দেখে ভোট হবে না: সারজিস আলম

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ০৪:৫০ পিএম

শেয়ার করুন:

নতুন বাংলাদেশে দলের নাম বা মার্কা দেখে ভোট হবে না: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘আগামীর বাংলাদেশে নতুন বাংলাদেশ আসছে, যেখানে আর দলের নাম দেখে কিংবা মার্কা দেখে কেউ ভোট দিবে না। মানুষ এখন শুধুমাত্র কাজ দেখে, যে ব্যক্তি কীভাবে কাজ করছে, তার কথার সাথে কাজের মিল কেমন—এই সব কিছু দেখে আগামীতে ভোট দেবেন।’

সোমবার (২৪ মার্চ) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে অনুষ্ঠিত এক পথসভায় এসব মন্তব্য করেন তিনি।


বিজ্ঞাপন


সারজিস আলম বলেন, ‘আমরা শিগগিরই জনগণের কাছে পৌঁছাব এবং তাদের বলব, দল বা মার্কা দেখে ভোট দেবেন না, যদি কাজের মাধ্যমে নিজেদের প্রমাণ করতে পারি, তবে আপনাদের সমর্থন পাবো।’

তিনি অভিযোগ করেন, বর্তমানে জনপ্রতিনিধিরা শুধু ভোটের সময় জনগণের কাছে যায় এবং ভোট পাওয়ার পর সাধারণ মানুষের প্রতি কোন দায়িত্ব পালন করে না। সাধারণ মানুষ ভোট দেওয়ার পর, তাদের জন্য কোন উন্নয়ন কাজ হয় না, বরং নেতারা ভোট পাওয়ার পর নিজেদের সুবিধা নিশ্চিত করার জন্য নানা প্রকার সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দেয়।

তিনি আরও বলেন, ‘যারা সাধারণ মানুষের কাছে ভোটের আগে এবং পরে কিছু না দিয়ে শুধু নিজেদের জন্য সুযোগ সৃষ্টি করে, তাদের আর এই বাংলাদেশে মেনে নেওয়া যাবে না। পাঁচ বছরে একদিন যদি আপনি তাদের কাছ থেকে কিছু নেন, তাহলে বাকি পাঁচ বছর তারা আপনার রক্ত চুষে খাবে।’

সারজিস আলম বলেন, ‘নতুন বাংলাদেশে আর কোন দলের অন্ধ ভক্তি হতে দেওয়া যাবে না। আপনি যদি অন্ধ ভক্ত হন, তাহলে আপনার মূল্য আর কেউ দিবে না। সেই সময় কোন পরিবর্তন আসবে না। আজকের দিনে আপনার সন্তানেরা তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে প্রতিবাদ করতে প্রস্তুত।’


বিজ্ঞাপন


তিনি জনগণের উদ্দেশে বলেন, ‘এখন থেকে কোন চাঁদাবাজি, সিন্ডিকেট বা টেন্ডারবাজি চলবে না। আমরা আপনাদের জন্য কাজ করতে এসেছি, এবং আশা করি আপনাদের সঙ্গে একযোগভাবে কাজ করে দেশের উন্নয়ন সাধন করতে পারব।’

আঞ্চলিক ভাষায় দেবীগঞ্জের মানুষের উদ্দেশ্যে সারজিস বলেন, ‘হামার এই দেবীগঞ্জের যেই লোকলা আছেন, তুমহার সাথে খুব দ্রুত আরহ দেখা হবে দেবীগঞ্জের প্রত্যেকটা গ্রামে, ইউনিয়নে রাস্তাঘাটে। হামরা হামার মার্কা লেহেনে, দলের নাম লেহেনে তুমহার লগে ভোট চাহিবা আসমো। যদি কাজ করবা পারি, যদি তুমহার কথালা রাখফা পারি, তাহলে ভোট দিবেন, নাহলে দিবেন না।’

এসময় স্থানীয় নাগরিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এবং সারজিস আলম পঞ্চগড়ের বিভিন্ন উপজেলায় পৃথক পৃথক পথসভা করবেন। এছাড়া তিনি আটোয়ারী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন।

এর আগে, সারজিস আলম ঢাকা থেকে পঞ্চগড়ের দেবীগঞ্জে পৌঁছালে তাকে শতাধিক মাইক্রোবাস, জাতীয় পতাকা এবং জাতীয় নাগরিক পার্টি লেখা কাপড়ের ব্যানার নিয়ে বরণ করে নেন নাগরিক কমিটির সদস্যরা। পরে মাইক্রোবাস নিয়ে শোডাউন করে দেবীগঞ্জ ছেড়ে যান সারজিস আলম।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর