মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শেরপুরে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ০৯:৩০ এএম

শেয়ার করুন:

loading/img

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার (২৩ মার্চ) রাতে শহরের জিকে স্কুল থেকে মিছিলটি বের হয়ে নিউ মার্কেটে এসে শেষ হয়। মিছিলে নানা স্লোগান দেন তারা।


বিজ্ঞাপন


এসময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান, সদস্য সচিব শাহনুর রহমান সাইম, জাতীয় নাগরিক কমিটির সদর উপজেলা প্রতিনিধি লিখন মিয়াসহ অনেকেই।

আরও পড়ুন

‘সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চলছে’

বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে পরাজিত শক্তিকে নির্বাচনে আনার ইতিহাস নেই। হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলার মানুষ কখনই চায় না। অথচ এখনও হাসিনার বিচার হয়নি। ২৪-এর অভ্যুত্থানের পরও যোদ্ধাদের আবার মাঠে নামতে হচ্ছে, যা দুঃখজনক। তাই দ্রুতই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে গণহত্যার বিচারের দাবি জানান তারা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর