মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অবৈধ স্থাপনা উচ্ছেদকালে পুলিশের ওপর হামলা

উপজেলা প্রতিনিধি, সাভার (ঢাকা) 
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫, ১০:২৯ পিএম

শেয়ার করুন:

অবৈধ স্থাপনা উচ্ছেদকালে পুলিশের ওপর হামলা

সাভারের আশুলিয়ায় মহাসড়কের জমি ও ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় পুলিশের ওপর হামলা চালিয়েছে অবৈধ দখলদাররা। এ সময় তারা পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়।

রোববার (২২ মার্চ) দুপুরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজারে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


এ ব্যাপারে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, আসন্ন ঈদকে ঘিরে সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে এবং পথচারীদের যাতায়াতের সুবিধার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বলিভদ্র বাজার এলাকায় উচ্ছেদে গেলে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা দখলদাররা পুলিশের ওপর হামলা চালানোর চেষ্টা করে। তারা ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের একটি যানবাহনে ভাঙচুর চালায়।

পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর