খুলনার দিঘলিয়ায় গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মুরগির দোকানদার এমদাদ গাজীকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৩ মার্চ) গভীর রাতে অভিযান চালিয়ে দিঘলিয়া থানাধীন চন্দনীমহল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
অভিযুক্ত মো. এমদাদ গাজী দিঘলিয়ার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল বাজারের মুরগির দোকানদার।
রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিকটিম চন্দনীমহল বাজারের একটি বাড়িতে ভাড়া থাকতেন এবং বাসা-বাড়িতে কাজ করেন। যাতায়াতের পথে বিভিন্ন সময়ে এমদাদ ভুক্তভোগীকে কুপ্রস্তাব দিত। ভিকটিম তার কু-প্রস্তাবে রাজী না হওয়ায় সে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে থাকে। এক বছর আগে স্থানীয় একজন ভ্যানচালকের মাধ্যমে বিয়ের অনুষ্ঠানের মুরগি কাটার কথা বলে ভুক্তভোগীকে তার দোকানে নিয়ে যায়। এ সময় গভীর রাতে ভিকটিমকে মুরগির দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করে এবং এ বিষয়ে কাউকে না জানানোর জন্য বিয়ের প্রতিশ্রুতি দেয়। পরবর্তীতে বিয়ের প্রলোভনে একাধিকবার ভিকটিমের সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটায়।
এদিকে গত ফেব্রুয়ারি মাসের ৫ তারিখে রাত সাড়ে ১২টার দিকে অভিযুক্ত এমদাদ ওই ভুক্তভোগীর ভাড়া বাসায় গিয়ে কাবিন করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে এবং বিয়ে না করে তাকে ভয়-ভীতি প্রদর্শন করে।
বিজ্ঞাপন
এই ঘটনায় দিঘলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতার মো. এমদাদ গাজীকে আদালতে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রতিনিধি/ এমইউ