মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

খুলনায় অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫, ১০:৫০ এএম

শেয়ার করুন:

loading/img

খুলনার তেরখাদা উপজেলা সদরের রামমাঝি এলাকার নড়াইল-তেরখাদা সড়কের পাশে কলা বাগান থেকে অজ্ঞাত পরিচয় মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারী ৩০ থেকে ৩২ বছর বয়সী হতে পারে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

দুর্বৃত্তের হামলায় আহত সেই ইউপি সদস্যের মৃত্যু

তেরখাদার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান এ খবর নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে তেরখাদা সদরের রামমাঝি এলাকার একটি কলাবাগন থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলটি নড়াইল-তেরখাদার সীমান্তবর্তী এলাকা। প্রাথমিকভাবে ধারণা করছি নড়াইল জেলার কোথাও হত্যাকাণ্ডের পর নিহতের লাশ খুলনার তেরখাদা থানার মধ্যে ফেলে গেছে দুর্বৃত্তরা।

তিনি আরও বলেন। থানায় নিয়ে নিহতের ফিঙ্গার প্রিন্ট পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করা হবে। এরপর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর