বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ঢাকা

চবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ৪০ হাজার শিক্ষার্থী পেলেন ফ্রি ইফতার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি
প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ০৩:১৬ পিএম

শেয়ার করুন:

চবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ৪০ হাজার শিক্ষার্থী পেলেন ফ্রি ইফতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবিরের দাওয়াহ সংগঠন ‘মিনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ কর্তৃক আয়োজিত ২০ দিনব্যাপী দারসুল কুরআন ও গণ ইফতার আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০ দিনব্যাপী আয়োজিত এই ধর্মীয় ও মানবিক কার্যক্রমে প্রতিদিন গড়ে ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে মোট প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর ইফতারের ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে প্রায় ১ হাজার ২০০ ছাত্রের উপস্থিতিতে দারসুল কুরআন পেশ ও সমাপনী অধিবেশনের মাধ্যমে এই আয়োজন শেষ হয়। সর্বশেষ দিনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী।


বিজ্ঞাপন


গণ ইফতারের সমাপনী বক্তব্যে চবি ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ ইব্রাহীম বলেন, ‘পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত আমাদের ২০ দিনব্যাপী দারসুল কুরআন ও গণ ইফতার সফলভাবে সম্পন্ন হয়েছে। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, কুরআন হচ্ছে হিদায়াতের আলোকবর্তিকা। দারসুল কুরআনের মাধ্যমে আমরা কুরআনের গভীর শিক্ষা ও তাৎপর্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে চেয়েছি, যাতে তারা নিজেদের জীবনকে কুরআনের আলোকে পরিচালিত করতে পারে। পাশাপাশি গণ ইফতার আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে চেয়েছি।’

প্রতিদিনের ইফতার আয়োজনে খেজুর, ফলমূল, শরবত, ছোলা, মুড়ি, বেগুনি, পিয়াজু, বিভিন্ন ধরনের মিষ্টি ও বিরিয়ানি বিশেষভাবে ব্যবস্থা করা হয়, যাতে শিক্ষার্থীরা রমজানের বরকতময় মুহূর্তে স্বাচ্ছন্দ্যে ইফতার করতে পারেন।

প্রসঙ্গত, ১ম রমজান থেকে শুরু হওয়া এই আয়োজনে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই থেকে আড়াই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। ছেলেদের জন্য কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ এবং মেয়েদের জন্য ছাত্রী হলসমূহে এই আয়োজন চলেছে। প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ ছাত্র এবং ৫০০-৬০০ জন ছাত্রীর উপস্থিতিতে ক্যাম্পাসের এই ইফতার আয়োজন গোটা ক্যাম্পাস জুড়ে সাড়া ফেলেছে। প্রতিদিন ইফতার ব্যবস্থাপনায় কাজ করেছেন প্রায় ১২০-১৫০ স্বেচ্ছাসেবক।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর