ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা এবং ভারতে মুসলিমদের বিরুদ্ধে উগ্র হিন্দুত্ববাদীদের আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (২১ মার্চ) চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ ও হাটহাজারী জামে মসজিদে জুমার নামাজ শেষে সালাম ফিরিয়ে তারা বিক্ষোভ মিছিল বের করেন।
বিজ্ঞাপন
এসময় বিক্ষোভকারীরা মোদি-নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে; বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো; জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেক বার; নারায়ে তাকবির আল্লাহু আকবর; ভারত- ইসরাইলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশনসহ বিভিন্ন স্লোগান দেন।
এসময় বক্তারা বলেন, আমাদের শক্তি সঞ্চয় করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সব মুসলমান ভাই ভাই এবং একটি দেহের মতো। দেহের একটি অঙ্গ যদি ঠিকমতো কাজ না করে তাহলে শারীরিক ক্রিয়া যেমন ব্যাহত হয়, ঠিক তেমনি একজন মুসলিম ভালো না থাকলে; অন্যরাও ভালো থাকতে পারে না। মুসলিম হিসেবে আমাদের লজ্জা অনুভব হয় যে, আমরা এখনও এই অসহ্য অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারছি না। আমরা ভুলে যেতে বসেছি মুসলমানদের সেই পুরোনো ঐতিহ্য।
এছাড়া হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে পৌরসভা ডাক বাংলো চত্বরে আয়োজিত সমাবেশে হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা জাফর আহমদ বলেন, রমজানের ১৮ তারিখে সেহরির সময় ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর বোমা হামলা চালিয়ে শত শত মুসলমানকে হত্যা করেছে ইসরায়েল। আমরা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাই। বাংলাদেশ সরকারের প্রতি রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি। এখন সময় এসেছে সকল মুসলমানের ঐক্যবদ্ধ হওয়ার। ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে হলে মুসলমানদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, ইসরায়েল যেমন ফিলিস্তিনিদের জন্য বিষফোঁড়া, তেমনি জৈনবাদী ভারত বাংলাদেশের জন্য হুমকি। তারা বাংলাদেশকে ধীরে ধীরে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করছে। তাই ভারতের বিরুদ্ধে সকল বাঙালি মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ভারতীয় পণ্য বর্জন করতে হবে।
বিজ্ঞাপন
সমাবেশে বক্তারা ইসরায়েলি ও ভারতীয় পণ্য বর্জনের জন্য বাংলাদেশের মুসলমানদের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মুফতি মোহাম্মদ আলী কাসেমী বলেন, ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধ না হলে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।
তিনি মুসলিম বিশ্বের সঙ্গে যোগাযোগ করে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর ভূমিকা নিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায়, দেশের তৌহিদী জনতাকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
হেফাজত নেতৃবৃন্দ আরও বলেন, ভারতপন্থী কোনো সরকারকে ক্ষমতায় দেখতে চাই না। বাংলাদেশে ইসলামবিরোধী রাজনীতি চলবে না। আওয়ামী লীগ ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, তাই তাদের নিষিদ্ধ করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আহসানুল্লাহ, কার্যনির্বাহী সদস্য ও হাটহাজারী পৌরসভার সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী, মাওলানা মুফতী বশিরুল করিম, আবু তাহের রাজিব, রাশেদুল ইসলাম, মাওলানা ইকবাল গড়দুয়ারী, হাফেজ মহিউদ্দিন, ছাত্রনেতা আবরার কাউসার, মাওলানা জিয়াউদ্দিন জিয়া প্রমুখ।
আইকে/এফএ