ফিলিস্তিনে ইসরাইলী সন্ত্রাসী কর্তৃক গণহত্যা ও ভারতের সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) বাদ যোহর ফেনী শহরের ট্রাংক রোডস্থ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটির ফেনী পৌর শাখা।
বিজ্ঞাপন
জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি মাওলানা সাইফুদ্দিন কাসেমীর সভাপতিত্বে ও পৌর কমিটির সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নানের সন্ঞ্চালনায় বক্তব্য দেন জেলা সহসভাপতি মাওলানা ইসমাইল হায়দার, মাওলানা আনোয়ার উল্লাহ ভুঁইয়া, মুফতি ইলিয়াস বিন নাজিম, জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, সহ সেক্রেটারি মাওলানা মীর হোসাইন, মাওলানা মোহাম্মদ আলি মিল্লাত, মাওলানা আবুল খায়ের মাসুম, মাওলানা কাসেম নোমানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জালালুদ্দিন ফারুক, প্রচার সম্পাদক মোহাম্মদ ওসমান গনী, সদর থানার সহসভাপতি মাওলানা আলাউদ্দিন নূরী, পৌর কমিটির সহসভাপতি মাওলানা হাফেজ আব্দুল্লাহ প্রমুখ।
বক্তারা ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের প্রস্তুতি ইহুদি ও ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস