সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘সাংবাদিকদের কাছাকাছি থাকলেও ১৭ বছর আমরা একত্রিত হতে পারিনি’

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ০৮:৩৬ এএম

শেয়ার করুন:

‘সাংবাদিকদের কাছাকাছি থাকলেও ১৭ বছর আমরা একত্রিত হতে পারিনি’

সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেছেন, সাংবাদিকদের কাছাকাছি থাকলেও দীর্ঘ প্রায় ১৭ বছর আমরা এভাবে একত্রিত হতে পারিনি। পারিনি মন খুলে প্রাণের কথা বলতে। চিরচেনা হয়েও আমরা যেন ছিলাম চির অচেনা। আমাদের কথা বলার অধিকার ছিল না। ছিল না সত্য কথা জাতির সামানে তুলে ধরার অধিকার।

সাতক্ষীরার সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২০ মার্চ) শহরের নিউমার্কেট সংলগ্ন পিজ্জা মিলান রেস্টুরেন্টে  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শহিদুল ইসলাম মুকুল বলেন, জুলাই বিপ্লবের পর শত শহীদের বিনিময়ে আমরা আবার এক হতে পেরেছি। আমরা কথা বলার অধিকার ফিরে পেয়েছি। পেয়েছি স্বাধীনভাবে লেখার অধিকার। মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের নামের পাশে যেন জুলাই বিপ্লবের শহীদদে নাম লেখা হয়। আমরা ৫৩ বছরে স্বাধীনতার ফসল ঘরে তুলতে পারিনি। সুযোগ এসেছে স্বাধীনতার সেই সোনার ফসল ঘরে তোলার। আমারা সুখী, সমৃদ্ধশালী, উন্নত এক শান্তিময় বাংলাদেশ কায়েম করতে চাই। যেখানে থাকবে না হিংসা, হানাহানি। থাকবে না কোনো বৈষম্য। সৃষ্টির সেরা জীব হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই।

আরও পড়ুন

বিশ্ব বিবেকের মৃত্যু হয়েছে: জামায়াত আমির

জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওবায়দুল্লাহর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী  সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, শহর জামায়তের আমির মো. জাহিদুল ইসলাম বকুল প্রমুখ।


বিজ্ঞাপন


এদিকে, ইফতার মাহফিলে জেলা শহরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিক ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে পারস্পারিক সৌহার্দ্য ও সম্প্রীতিময় মিলনমেলায় পরিণত হয়। পারস্পারিক আলাপ-আলোচনায় মুখরিত হয়ে ওঠে পিজ্জা মিলান রেস্টুরেন্ট। ইফতারের পর সাংবাদিকদের দেওয়া হয় শুভেচ্ছা উপহার।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর