বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

জামালপুরে বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ০৭:২৯ এএম

শেয়ার করুন:

loading/img

জামালপুর শহরে তিনটি ট্রাকে করে ২৪টি বিদেশি মদ ও ১ হাজার ৪৩৪ বোতল ফেনসিডিল নেওয়ার সময় ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে শহরের জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মেডিকেল কলেজের সামনে তাদের আটক করা হয়। পরে জামালপুর থানা চত্বরে এক সংবাদ ব্রিফিংয়ে তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

কুষ্টিয়ায় নকল ব্যান্ডরোলযুক্ত সাড়ে ৫ লাখ বিড়ি আটক

আটক ব্যক্তিরা হলেন, আবদুল মালেক খোকন, আজিজুর রহমান বাবু ও হাফিজুর রহমান। আটক তিনজনের বাড়ি জেলার মেলান্দহ উপজেলায়। এদের মধ্যে খোকনের বিরুদ্ধে মেলান্দহ থানায় চুরির মামলা রয়েছে।

thumbnail_20250321000209

ব্রিফিংয়ে জানানো হয়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তিনটি ট্রাকসহ ২৪টি বিদেশি মদ ও ১ হাজার ৪৩৪ বোতল ফেনসিডিল আটক করতে সক্ষম হয়। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা। সেইসঙ্গে তিন জনকে আটক করা হয়। অভিযানটি পরিচালনা করেন জামালপুর সদর থানা পুলিশের এএসআই রুবেল ও সাইকুল।


বিজ্ঞাপন


অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন