পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ভারতে ঢুকে পড়ায় আটককৃত আলমগীর শেখ নামে এক বাংলাদেশি জেলেকে একদিন পর ফেরত দিয়েছে বিএসএফ।
মঙ্গলবার (১৮মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত পিলার ১০/৪-এস এর নিকট বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি জেলে আলমগীর শেখকে নৌকা ও জালসহ ফেরত দেওয়া হয়।
বিজ্ঞাপন
আলমগীর শেখ হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ রামনাথপুর গ্রামের আব্দুর রহমত শেখের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন, ৫৩ বিজিবির অধিনায়ক লে.দ কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, গতকাল(১৭মার্চ) সোমবার রাত ৮টার দিকে রঘুনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭/৯-এস এর নিকট দিয়ে বাংলাদেশি জেলে আলমগীর শেখ পদ্মা নদীতে মাছ ধরার সময় অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় বিএসএফ এর নিমতিতা ক্যাম্পের টহলদল তাকে আটক করে নিয়ে যায়।
পরে ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান, বিএসএফ কমান্ড্যান্ট এর সাথে অবৈধভাবে অনুপ্রবেশকারী জেলেকে ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা করেন। পরে ব্যাটালিয়ন অধিনায়কের দিক-নির্দেশনায় ওয়াহেদপুর কোম্পানি কমান্ডার মোবাইলের মাধ্যমে নিমতিতা বিএসএফ ক্যাম্প কমান্ডারের সাথে যোগাযোগ করে আটককৃত বাংলাদেশি জেলেকে ফেরত দেওয়ার অনুরোধ জানান।
পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি জেলেকে নৌকা ও জালসহ ফেরত আনা হয়।
তাকে নৌকা ও জালসহ শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবি অধিনায়ক।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে