শেরপুরের শ্রীবরদীর সীমান্তবর্তী বাবলাকোনা ও হাড়িয়াকোনা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলার বাবলাকোনা ও হাড়িয়াকোনা এলাকায় বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক।
অভিযানে ১২টি ড্রেজার মেশিন, এক হাজার ফিট পাইপ ও অন্যান্য বালু উত্তোলন সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং ১৫টি বালুর মাচা ধ্বংস করা হয়।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এমইউ