শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ঢাকা

জাবির চার আবাসিক হলের নাম প্রত্যাহার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ১২:৫৩ পিএম

শেয়ার করুন:

loading/img

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারটি আবাসিক হলের নাম প্রত্যাহার করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে দু’টি ছাত্র হল এবং দু’টি ছাত্রী হল।

সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত তিনটায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এই তথ্য নিশ্চিত করেন। এর আগে ওইদিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে সিন্ডিকেট সভা শুরু হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

জাবি’র ২৮৯ শিক্ষার্থী বহিষ্কার, সাময়িক বরখাস্ত ৯ শিক্ষক

উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল, শেখ হাসিনা হল এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আপাতত এই হলগুলোর নাম সংখ্যার ভিত্তিতে ঠিক করা হয়েছে। সে অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম হবে ৬ নং ছাত্র হল, শেখ রাসেল হলের নাম হবে ২১ নং ছাত্র হল, শেখ হাসিনা হলের নাম হবে ৬ নং ছাত্রী হল, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম হবে ১৬ নং ছাত্রী হল।

প্রতিনিধি/এসএস 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর