মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মলত্যাগে বেরিয়ে এল কোটি টাকার স্বর্ণের বার!

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ০৮:৪৩ এএম

শেয়ার করুন:

মলত্যাগে বেরিয়ে এল কোটি টাকার স্বর্ণের বার!

চুয়াডাঙ্গার জীবননগরে প্রায় কোটি টাকা মূল্যের ৬টি স্বর্ণেরবারসহ রাজ রকি নামে চোরাকারবারিকে আটক করেছে মহেশপুর-৫৮ বিজিবি।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


আটক রাজ রকি (৩২) চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের রেজাউল হক লিটনের ছেলে।

Gold-1_2

আরও পড়ুন

লুট হওয়া মালামাল উদ্ধার করলো সেনাবাহিনী

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জীবননগর থানা মোড় এলাকা থেকে রাজ রকিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কিছু স্বীকার না করলেও সন্ধ্যা সাড়ে ৬টায় মলত্যাগ করানো হলে তার মলদ্বার থেকে কস্টেপে মোড়ানো দু’টি পোটলা বেরিয়ে আসে। পোটলাগুলো খুলে ৭২৮.৯৬ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ৮৭ লাখ ৪৮ হাজার ৬৮০ টাকা।


বিজ্ঞাপন


তিনি আরও জানান, উদ্ধার করা বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার ও জীবননগর থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর