বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিদেশ পাঠানোর কথা বলে ‘সোনিয়ার’ প্রতারণা, টাকা ফেরত চেয়ে মানববন্ধন

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৫, ১২:৩২ পিএম

শেয়ার করুন:

বিদেশ পাঠানোর কথা বলে ‘সোনিয়ার’ প্রতারণা, টাকা ফেরত চেয়ে মানববন্ধন

টাঙ্গাইলে বেসরকারি সংস্থা সোনিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে উঠেছে।

রোববার (১৬ মার্চ) দুপুরে সেই টাকা ফেরত দেওয়ার দাবিতে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী ভুক্তভোগীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।


বিজ্ঞাপন


মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, বেসরকারি সংস্থা সোনিয়া ফাউন্ডেশনের স্বত্বাধিকারী সোনিয়া অস্ট্রেলিয়ায় ভালো বেতনে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া নিতে না পারায় টাকা ফেরত চাইলে নানা তালবাহানা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

আরও পড়ুন

মদনে গরুকাণ্ডে বিএনপি নেতা বহিষ্কার

তারা আরও বলেন, প্রতারক সোনিয়া টাঙ্গাইলের সন্তোষ এলাকার সাজু মিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করিয়েছে। অবিলম্বে সাজুর মুক্তির দাবি করে প্রতারক সোানিয়াকে বিচারের আওতায় আনার দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সরকারি এমএম আলী কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট আজীম উদ্দিন বিপ্লব, ভাসানী পরিষদের খোদা-ই-খেদমতগারের হাসরত খান ভাসানী, পৌরসভার সাবেক কাউন্সিলর রকি হায়দার, জোবায়ের হোসেন প্রমুখ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর