পিরোজপুরের ইন্দুরকানীতে এক মাদরাসা ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৬ মার্চ) দুপুরে উপজেলার ঘোষেরহাট বাজার থেকে তাদেরকে গ্রেফতার করে ইন্দুরকানী থানা পুলিশ।
বিজ্ঞাপন
গ্রেফতার আসামিরা হলেন - দুলাল গাজী(৫০) ও তার ছেলে রিদয় গাজী (২৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের দুলাল গাজীর ছেলে রিদয় গাজী এ ছাত্রীকে মাদরাসায় যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতো। এরপর গত ২২ জানুয়ারি ওই ছাত্রীকে মাদরাসার সামনে থেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে গোপালগঞ্জ জেলায় তার খালাবাড়িতে নিয়ে রাখে রিদয়।
পরে সে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করে। পরে ওই ছাত্রীকে রিদয় গাজী তার বাড়িতে নিয়ে আসে। এরপর ছেলের বাবা দুলাল গাজীর সহযোগিতায় নিজ বাড়িতে আটকিয়ে রেখে প্রতিদিন ধর্ষণ করে ছেলে রিদয়।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, ভুক্তভোগীর মা বাদী হয়ে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় বাবা ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল সোমবার মাদরাসার ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ