কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বাড়িতে ঢুকে গুলি করে হাবিবুল হুদা চৌধুরী নামে এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠেছে। এ সময় আরও দুই নারী গুলিবিদ্ধ হয়। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ইসলামাবাদ ইউনিয়নের ফাইস্যাখালী এলাকায় এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. মছিউর রহমান।
হাবিবুল হুদা চৌধুরী কক্সবাজারের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাদিদুল হুদার বাবা।
নিহতের স্ত্রী খুশিদা বেগম জানান, শুক্রবার জুমার নামাজের পর চেয়ারম্যান রাজ্জাককে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহ নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার ছেলেকে মারধর করা হয়। তিনি খবর শুনে ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। পরে তারা কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে বাড়িতে গিয়ে গুলি চালায় চেয়ারম্যানসহ তার লোকজন। এসময় গুলিতে গুরুতর আহত হলে স্বামীকে হাসপাতালে নেওয়া হয়। পরে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকায় চেয়ারম্যানকে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহ করে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। পরে চেয়ারম্যান আগুন দিয়ে তাদের বাড়ি পুড়িয়ে দেন। এরই জের ধরে পুণরায় গতকাল রাজ্জাক চেয়ারম্যানের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী তাদের বাড়িতে গিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। এতে সমন্বয়ক সাদিদের বাবা হাবিবুল হুদা, তার ফুফু কোহিনুর সিদ্দিকা ও খালা খদিজা বেগম গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে হাবিবুলকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা।
ওসি মছিউর রহমান জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রতিনিধি/টিবি