শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ঢাকা

আধিপত্য বিস্তার নিয়ে হামলা, দুই পুলিশ সদস্যসহ আহত ৮

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫, ১২:৫০ পিএম

শেয়ার করুন:

আধিপত্য বিস্তার নিয়ে হামলা, দুই পুলিশ সদস্যসহ আহত ৮

নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলা চলাকালে দুই পুলিশ সদস্যসহ ৮জন আহত হয়েছেন।

শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহতরা হলেন- কালিয়া থানায় কর্মরত দুই পুলিশ সদস্য চন্দন সাহা ও সজল এবং সিলিমপুর গ্রামের কাদের মোল্যা তার দুই ছেলে জনি মোল্যা ও হাসিম মোল্যা, তোতা মোল্যার ছেলে বনি মোল্যাসহ মোট ৬জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে ঠান্ডু মোল্যা গ্রুপ ও জনি মোল্যা গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শনিবার সকালে ঠান্ডু মোল্যা গ্রুপের লোকজন জনি মোল্যা গ্রুপের লোকজনের ওপর হামলা চালায়। এতে জনি মোল্যা গুরুতর আহতসহ আরও ৫ জন আহত হয়। খবর পেয়ে কালিয়া থানা পুলিশের একটি দল হামলা প্রতিহত করতে গেলে তাদের ওপরও আক্রমণ করে তারা। এতে দুই পুলিশ সদস্য চন্দন ও সজল আহত হন। আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

বগুড়ায় বাড়িতে ডেকে নিয়ে দুই শিশুকে ধর্ষণ

তবে এ হামলার অভিযোগের ব্যাপারে জানতে ঠান্ডু মোল্যা ও তার গ্রুপের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কারও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।


বিজ্ঞাপন


এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, সিলিমপুর গ্রামে একটি হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এসময় হামলা ঠেকাতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর