মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্বাস্থ্য কমপ্লেক্সের সরঞ্জাম চুরি, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৫, ০৭:৩০ পিএম

শেয়ার করুন:

স্বাস্থ্য কমপ্লেক্সের সরঞ্জাম চুরি, গ্রেফতার ১

পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সরঞ্জাম চুরির অভিযোগে জাহিদুল মোল্লা (৩৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে এ ঘটনা নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন। 


বিজ্ঞাপন


জাহিদুলকে চুরির মামলায় আজ সকালে আদালতে পাঠানো হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আগেও বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৩ মার্চ) চুরি সংঘটিত হলে হাসপাতাল কর্তৃপক্ষ জাহিদুল মোল্লাকে আটক করে পুলিশে খবর দেয়। 

অভিযুক্ত জাহিদুল মোল্লা উপজেলার ইন্দুরকানী গ্রামের ওই হাসপাতাল সংলগ্ন মৃত মনসুর মোল্লার ছেলে। 

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, হাসপাতালে চুরি হওয়ার ঘটনায় জাহিদুলকে আটক করা হয়েছে। তার নামে এর আগেও মারামারি ও মাদকের মামলা রয়েছে। চুরির মামলায় তাকে আদালতে পাঠানো হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর