বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

খুলনায় হরিণের মাংসসহ শিকারি আটক

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৫, ০৫:০০ পিএম

শেয়ার করুন:

খুলনায় হরিণের মাংসসহ শিকারি আটক

খুলনার দাকোপে উপজেলা সুন্দরবন সংলগ্ন নলিয়ানের বালুর মাঠ এলাকায় ২৮ কেজি হরিণের মাংসসহ এক শিকারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১০টায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট এক বিশেষ অভিযানে ওই শিকারিকে আটক করে।

শুক্রবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ বিষয়টি জানান।

তিনি আরও বলেন, আটক হরিণ শিকারি মো. ইয়াসিন গাজি (২৭) খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা। জব্দ হরিণের মাংস এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হড্ডা ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর