শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ঢাকা

শিবচরে নার্সকে হোটেলে নিয়ে ধর্ষণ, ক্লিনিক মালিক গ্রেফতার

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৫, ১২:১৩ পিএম

শেয়ার করুন:

loading/img

মাদারীপুরে নিজ ক্লিনিকের নার্সকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগের মামলায় শিবচর ইউনাইটেড হসপিটালের মালিক আপেল মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে নিজ ক্লিনিক থেকে তাকে গ্রেফতার করা হয়। আপেল মাহমুদ শরীয়তপুরের জাজিরা উপজেলার পশ্চিম সেনেরচর এলাকার মৃত চাঁনমিয়া শিকদারের ছেলে।


বিজ্ঞাপন


মামলার এজাহারে উল্লেখ করা হয়, শিবচর ইউনাইটেড হসপিটালে কর্মরত এক নার্সকে গত বছরের ২০ ডিসেম্বর ক্লিনিক থেকে কক্সবাজার নিয়ে যান মালিক আপেল মাহমুদ। সেখানে হোটেলে নিয়ে বিয়ের আশ্বাসে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। পরে ক্লিনিকসহ বিভিন্ন জায়গায় নিয়েও তাকে ধর্ষণ করে বলে অভিযোগ নির্যাতিতার। এরপর বিয়ের জন্য চাপ দিলে নানাভাবে টালবাহানা করে অভিযুক্ত আপেল মাহমুদ। বাধ্য হয়ে ন্যায় বিচারের আশায় আপেল মাহমুদকে একমাত্র আসামি করে মামলা নিতে আদালতে দ্বারস্থ হয় ওই নার্স। আদালতের নির্দেশে গত ৭ জানুয়ারি শিবচর থানায় ধর্ষণ মামলা নথিভুক্ত হয়। সেই মামলায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ক্লিনিক মালিক আপেল মাহমুদকে গ্রেফতার করে পুলিশ।
 
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, ক্লিনিকে কর্মরত নার্সের মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবচর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রেনুকা আক্তার সঙ্গীয় ফোর্স নিয়ে আপেল মাহমুদকে গ্রেফতার করেন। আপেলের বিরুদ্ধে আগেও শিশু ধর্ষণ চেষ্টা ও চাঁদাবাজির মামলা রয়েছে। তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর