সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কক্সবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন 

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০ জুন ২০২২, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

কক্সবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন 
ছবি : ঢাকা মেইল

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রমজান আলী (২৩) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (১০ জুন) সকালে পিএমখালী ইউনিয়নের ছনখোলা রোডে তাকে ছুরিকাঘাত করে অজ্ঞাত দুর্বৃত্তরা। 

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনির উল গিয়াস।


বিজ্ঞাপন


রমজান আলী পিএমখালী ইউনিয়নের জুমছড়ি এলাকার বাসিন্দা রহিম আলীর ছেলে। তিনি পেশায় ইজিবাইক (টমটম) চালক ছিলেন । 

শেখ মুনির উল গিয়াস জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা রমজানকে ছুরিকাঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণের ফল ঘটনাস্থলে তার মৃত্যু হয়৷ স্থানীয়রা পুলিশে খবর দিলে সদর থানার টিম ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। 

ওসি জানান, হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের ধরতে পুলিশি অভিযান চলছে। 

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর