বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

জয়পুরহাটে ৩ ইটভাটার মালিককে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা 

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ০৯:৫৭ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে ৩ ইটভাটার মালিককে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা 

 জয়পুরহাট সদর ও আক্কেলপুর উপজেলার অনুমোদনহীন তিন ইটভাটার মালিককে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে জয়পুরহাট সদর উপজেলার ঘিওর ও বুজরুক ভারুনিয়া এলাকার মেসার্স রাবেয়া ব্রিকস ও মেসার্স ভাই ভাই ব্রিকস নামে এই তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


জয়পুরহাট সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেসার্স রাবেয়া ব্রিকস ও মেসার্স ভাই ভাই ব্রিকস এই তিনটি ইটভাটার পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের ছাড়পত্র নেই।সেখানে অভিযান চালিয়ে ওই তিন  ইটভাটার মালিকদের  দুই লাখ  টাকা জরিমানা করা হয়। ইটভাটার মালিকরা  জরিমানার অর্থ পরিশোধ করেন।


অপরদিকে জয়পুরহাটের আক্কেলপুরে  অনুমোদনহীন  একটি ইট ভাটায় ৪০  হাজার টাকা জরিমানা করা হয়।  

বৃহস্পতিবার  বিকেলে জয়পুরহাটের  আক্কেলপুর   উপজেলার তিলকপুরে   এলাকার মেসার্স এ বি এম ব্রিকস  নামে এক ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন


 আক্কেলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  তিনি জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় পরিবেশ অধিদফতর জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন উপস্থিত ছিলেন।  

এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রউফ, পরিবেশ অধিদফতর জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর