সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

গাজীপুরে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের শিকার তরুণী

জেলা প্রতিনিধি, গাজীপুর 
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ০৮:৪৫ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের শিকার তরুণী

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার হরিদেবপুর এলাকায় কথিত প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক তরুণী। মামলায় প্রেমিক ফরিদ পালোয়ানসহ সাতজনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন।


বিজ্ঞাপন


অভিযুক্ত প্রেমিক ফরিদ পালোয়ান (৩০) উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামের মৃত মিয়ার উদ্দিন পালোয়ানের ছেলে।

মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে ফরিদ পালোয়ানের এক বছর আগে মুঠোফোনে পরিচয় হয়। সেখান থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। একপর্যায়ে ফরিদ ওই তরুণীকে সামনাসামনি দেখা করতে বলেন। পরে ওই যুবতী কুমিল্লা থেকে কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হরিদেবপুর গ্রামে প্রেমিক ফরিদ পালোয়ানের বাড়ির কাছে দেখা করতে আসেন। তখন ফরিদ স্থানীয় কয়েকজনের সহযোগিতায় এ তরুণীকে ধর্ষণ করেন এবং তাকে মারধর করে তাড়িয়ে দেন। পরে ওই যুবতী নিজ বাড়িতে গিয়ে পরিবারের কাছে বিষয়টি জানালে তারা তাকে থানায় মামলা করতে বলেন। পরে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে সাতজনকে অভিযুক্ত করে কালীগঞ্জ থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, মেয়েটি বুধবার দিবাগত রাতে থানায় এসে সাতজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। পরে সেই মামলার প্রেক্ষিতে হরিদবপুর গ্রামে অভিযান চালিয়ে ধর্ষণে সহায়তার অভিযোগে পারভীন বেগম (৫১) নামের একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মূল আসামিসহ অন্যান্য আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর