বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ঢাকা

গাজীপুরে ভূত আতঙ্কে ১৫ নারী শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ০৮:২৮ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে ভূত আতঙ্কে ১৫ নারী শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় এসপি গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড নামক একটি কারখানার টয়লেটে গিয়ে ভূত আতঙ্কে ১৫ জন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন


অসুস্থ শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ তলা ভবনের এসপি গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড কারখানায় শ্রমিকরা সকালে কাজে যোগদান করেন। সকাল ৯টার দিকে কয়েকজন নারী শ্রমিক ওয়াশরুমে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে ওয়াশরুম থেকে বের হওয়ার সময় অনেকে উৎপাদন ফ্লোরে পড়ে যান। খবর পেয়ে কারখানা কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে বাঘের বাজার (শিরিরচালা) হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দেয়।

কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের কর্তব্যরত চিকিৎসক শিহাব আহমেদ ইবনে জামান বলেন, ‘তাদের ডায়াগনস্টিক সেন্টারে ৭-৮ জন রোগী এসেছেন। চিকিৎসা সেবা নিয়ে তারা সুস্থ হয়ে নিজেরাই বাসায় চলে গেছেন।’

অসুস্থ কয়েকজন শ্রমিকের ভাষ্য, কয়েকদিন ধরে কারখানায় অনেকে আলোচনা করছেন যে, ওয়াশরুমে জিন এবং ভূতের আনাগোনা করছে। সকাল সোয়া ৯টার দিকে এই গুজব ছড়িয়ে পড়লে কারখানার সব শ্রমিক কারখানার নিচে নেমে হৈচৈ শুরু করেন। এসময় বেশ কয়েকজন শ্রমিক ওয়াশরুমে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। আতঙ্কিত হয়ে সিঁড়ির মেঝেতে পড়ে যান কয়েকজন। এ অবস্থায় সকাল ১১টার দিকে বৃহস্পতিবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, ‘ওয়াশরুমে ভূতের ভয়ে বেশ কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় কারখানাটি আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর