জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে দিনাজপুরে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) কর্মীরা নিজেদের কার্যালয়ের সামনে দাবি আদায়ের জন্য অবস্থান কর্মসূচি পালন করেন।
বিজ্ঞাপন
এই কর্মসূচিতে সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. আফতাব উজ্জামান, সদর উপজেলা নির্বাচন অফিসার মো. আনোয়ার হোসেন, তথ্য সংগ্রহকারীসহ দিনাজপুর জেলার নির্বাচন কমিশনের সব কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
প্রতিনিধি/ এমইউ