বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, ফেনী 
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ০৭:৪৩ পিএম

শেয়ার করুন:

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনের কারাদণ্ড

ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নে ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে নদী তীরবর্তী অঞ্চলে ভাঙন সৃষ্টির অভিযোগে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ শাস্তি দেওয়া হয়েছে। 


বিজ্ঞাপন


কারাদণ্ডপ্রাপ্তরা হলেন - পটুয়াখালী কলাপাড়ার মোহাম্মদ ইমরান ও রাকিবুল ইসলাম, নোয়াখালীর কবিরহাটের সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ রূপগঞ্জের দেওয়ান দেলোয়ার, নোয়াখালী বেগমগঞ্জের মোহাম্মদ রবিন ও লক্ষ্মীপুরের রামগতির মোহাম্মদ সজীব।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার চর দরবেশ এলাকায় ফেনী নদী থেকে বালু উত্তোলন করে নদীর তীর ক্ষতিগ্রস্ত এবং ভাঙন সৃষ্টি করায় "বালুমহাল ও মাটি ব্যবস্থা আইন, ২০১০"-এর ধারায় আদালত তাৎক্ষণিকভাবে ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

এ বিষয়ে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন এবং জনস্বার্থবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর