চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। সেখানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদফতর বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এটা সারাদেশের মধ্যে সর্বোচ্চ।
বিজ্ঞাপন
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সন্ধ্যায় সারাদেশের প্রাপ্ত তথ্য অনুযায়ী - চুয়াডাঙ্গায় আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি এই মৌসুমেরও সর্বোচ্চ তাপমাত্রা।
প্রতিনিধি/ এমইউ