বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

মাগুরার সেই শিশু’র বাড়িতে চলছে শোকের মাতম

জেলা প্রতিনিধি, মাগুরা 
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ০৬:৫২ পিএম

শেয়ার করুন:

মাগুরার সেই শিশু’র বাড়িতে চলছে শোকের মাতম
মাগুরার সেই শিশু’র বাড়িতে চলছে শোকের মাতম—ছবি: ঢাকা মেইল

ধর্ষণের শিকার মাগুরার সেই শিশুটির বাড়িতে এখন চলছে শোকের মাতম। গ্রামবাসী ভীড় করছে শিশুটির বাড়িতে। একই সাথে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ছুটে আসছে মাগুরা থেকে ১০ কিলোমিটার দূরে  শ্রীপুর উপজেলাধীন জারিয়া গ্রামে শিশুটির পৈতৃক বাড়িতে। 

মাগুরার সেই শিশু’র বৃদ্ধা দাদি প্রলাপ বকছেন। তিনি বলেন, সে বাড়ির সবার ছোট। সে ছিল সবার আদরের। তাকে নিয়ে ছিল অনেক স্বপ্ন। সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল।


বিজ্ঞাপন


প্রতিবেশী সাহানা বলেন, সে আমার ছেলের সমবয়সী। ও প্রচণ্ড মেধাবী ছিল। সেই সাথে খুবই হাসিখুশি। 

অপর প্রতিবেশী বকুল মিয়া বলেন, মেয়েটি সবার খুব প্রিয় । আমরা দোষীদের প্রকাশ্যে ফাঁসি চাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আমাদের শিশু নিরাপদ থাকবে না।

জেলা প্রশাসন সূত্র জানায়, শিশুটির নামাজে জানাযা সন্ধ্যা সাতটায় মাগুরা নোমানি ময়দানে অনুষ্ঠিত হবে। তারাবি নামাজের পর তার আরেকটি জানাজা গ্রামের বাড়ি শ্রীপুর উপজেলাধীন জারিয়া গ্রামে অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর