শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

দোয়ারাবাজারে এসিড নিক্ষেপে গৃহবধূ আহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০ জুন ২০২২, ০৩:০৭ পিএম

শেয়ার করুন:

loading/img

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সরুফা বেগম (৩৫) নামের গৃহবধূর উপর এসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জুন) দিবাগত রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের খুশিউড়া গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


জানা গেছে, সরুফা বেগমের স্বামী মোজাম্মেল হক সৌদি আবর প্রবাসী। বাড়িতে তিন ছেলেমেয়ে ও শাশুড়িকে নিয়ে থাকেন সরুফা বেগম। বৃহস্পতিবার রাত আটটার দিকে তিনি ঘরের পাশের নলকূপ থেকে পানি আনতে গেলে এসিড নিক্ষেপের শিকার হন। পরে তাকে আহত অবস্থায় রাতেই সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

সরুফা বেগমের ছোট ভাই জামাল হোসেন জানান, তার মুখে ও শরীরের বাম পাশে এসিড লেগেছে। চিকিৎসা দেওয়ার পর এখন তিনি সুস্থ আছেন। তবে কে তার শরীরে এসিড নিক্ষেপ করেছে সরুফা চিনতে পারেননি।

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল জানান, খবর পেয়ে রাতেই তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখান থেকে একটি বোতল উদ্ধার করা হয়েছে। বোতলটিতে এসিড ছিল। তারা ঘটনাটি তদন্ত করছেন।

প্রতিনিধি/এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর