এক সময়ের দ্বিতীয় কলকাতা খ্যাত ঝালকাঠি শহরে পাঁচটি খাল খনন অংশ হিসেবে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে ঝালকাঠি শহরের চাদকাঠি মোড়ের বাজার এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। ঝালকাঠির জেলা প্রশাসন ও পৌর প্রশাসন যৌথ ভাবে এ কার্যক্রম পরিচালনা করেন।
বিজ্ঞাপন
ঝালকাঠি পৌরবাসীর দাবি বর্তমানে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এ শহরটিকে নিরাপদে রাখার জন্য খাল খনন খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ। এক সময় শহরের খাল দিয়ে বড় বড় নৌকা চলত। বর্তমানে খালগুলোকে শহরের কতিপয় স্বার্থান্বেষী লোক দখল ও অবৈধ স্থাপনা স্থাপন করে নেওয়ার ফলে এ সকল খাল দিয়ে হাতের তৈরি কাগজের নৌকাও চলাচল করতে পারছে না। তাই বিএস নয় এস এ নকশা অনুযায়ী খাল খনন করে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দখলে রাখা জমি উদ্ধারের দাবি স্থানীয়দের। তবে উচ্ছেদ অভিযান চলাকালে খাল দখল করে দোকান নির্মাণ করা ব্যবসায়ীরা প্রতিবাদ জানান।
ঝালকাঠি পৌরসভার প্রশাসক মো. কাওছার হোসেন বলেন, দখল হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধারসহ সব রকমের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলবে।
প্রতিনিধি/ এজে