নোয়াখালীতে ‘সেভ এনআইডি-প্রটেক্ট ভোটার লিস্ট’ এই স্লোগানকে সামনে রেখে নির্বাচন কমিশনের অধীনে জাতীয় পরিচয়পত্র রাখার দাবিতে জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি-মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে। এ সময় তারা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা সরকারি সমন্বিত অফিসের সামনে সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জুলকার নাঈমের সভাপতিত্বে বক্তব্য রাখেন - নোয়াখালী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. নওয়াবুল ইসলামসহ উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
বিজ্ঞাপন
এ সময় বক্তারা বলেন, ‘সম্প্রতি একটি ঘোষণার মাধ্যমে সরকার এনআইডি কার্ডের সব কাজ অন্য দপ্তরে স্থানান্তরের কথা বলেছেন। যদি এনআইডি কার্ড নির্বাচন কর্মকর্তাদের থেকে নিয়ে যাওয়া হয়, তবে ভোটার তালিকা ও গণতন্ত্র ব্যাহত হবে।’
এদিকে জেলার চারটি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে কর্মকর্তা ও কর্মচারীরা একই দাবিতে এই কর্মসূচি পালন করেছেন।
প্রতিনিধি/ এমইউ