নাটোরের সিংড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পা দিয়ে পিষে লাচ্ছা সেমাই তৈরি করার অপরাধে নামবিহীন উৎপাদনকারী কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। এ সময় লাচ্চা সেমাইসহ চার টন মালামাল জব্দ করে প্রশাসন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে সিংড়া উপজেলার চকসিংড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী সরদার।
বিজ্ঞাপন
এ সময় বিএসটিআই-এর রাজশাহী বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. দেলোয়ার হোসেনসহ সিংড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার চকসিংড়া এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পা দিয়ে পিষে লাচ্ছা সেমাই তৈরি করার অপরাধে নামবিহীন উৎপাদনকারী কারখানার মালিক মো. জাহেদুল ইসলামকে বিএসটিআই আইন: ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ছয় লাখ টাকা মূল্যের চার টন লাচ্ছা সেমাই জব্দ করা হয়।
প্রতিনিধি/ এমইউ