সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

আদালত থেকে পালানো দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার 

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ০৪:৩৯ পিএম

শেয়ার করুন:

আদালত থেকে পালানো দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার 
ধর্ষণ মামলার আসামি শহিদুল ইসলামকে (২২) নেত্রকোনার কলমাকান্দা থেকে গ্রেফতার করেছে র‍্যাব

ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালানো দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি শহিদুল ইসলামকে (২২) নেত্রকোনার কলমাকান্দা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে ময়মনসিংহ র‍্যাব: ১৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন। 


বিজ্ঞাপন


এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোয়াতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব: ১৪-এর একটি দল। 

গ্রেফতার শহিদুল ইসলাম কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সেকেন্দার নগর গ্রামের মো. রোকন মিয়ার ছেলে। 

র‍্যাব জানায়, ঢাকার কেরাণীগঞ্জ থানায় করা দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম। গত ১৭ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য থাকায় এ দিন সকালে ঢাকার জজ কোর্ট হাজতখানা থেকে শহিদুলসহ অন্যান্য আসামিকে নিয়ে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্দেশে রওনা দেয় পুলিশ। ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের উত্তর পার্শ্বের সিঁড়ির নিচে নিয়ে আসার পর শহিদুল সুকৌশলে হ্যান্ডকাফ খুলে পালিয়ে যায়। 

এ ঘটনায় ঢাকা জেলা পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে সারাদেশে বেতার বার্তা পাঠানো হয়। বেতার বার্তা পেয়ে ময়মনসিংহ ‌র‍্যাব-১৪ পলাতক শহিদুলকে গ্রেফতারে তৎপরতা শুরু করে। তথ্য-উপাত্ত সংগ্রহ করে নেত্রকোনার কলমাকান্দায় শহিদুলের অবস্থান নিশ্চিত করে র‍্যাব। পরে গত বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 


বিজ্ঞাপন


র‍্যাব কর্মকর্তা সামসুজ্জামান জানান, গ্রেফতার শহিদুলকে ঢাকার (ডিএমপি) কোতোয়ালি থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।    

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর