এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় স্বাধীন গার্মেন্টস নামের একটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) এসময় দাবি আদায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
বিজ্ঞাপন
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিক পক্ষের সঙ্গে কথা বলে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের কোনাবাড়ি এলাকায় স্বাধীন গার্মেন্টস কারখানায় শ্রমিকরা ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন দাবিতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে কারখানায় অবস্থান শুরু করে। এরপর বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা কোনাবাড়ী ফ্লাইওভার সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। খবর পেয়ে মহানগর পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের আশ্বাস দিলে আধ ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা।
কোনাবাড়ী থানার ওসি নজরুল ইসলাম জানান, মালিক পক্ষ শ্রমিকদের দুই/ একদিনের মধ্যে বেতন পরিশোধের আশ্বাসে তারা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রতিনিধি/ এজে