সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

সীমান্তে কোটি টাকার ভারতীয় আতশবাজি উদ্ধার 

জেলা প্রতিনিধি, কুমিল্লা 
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

সীমান্তে সোয়া কোটি টাকার ভারতীয় আতশবাজি উদ্ধার 

কুমিল্লার বিবির বাজার সীমান্ত এলাকা থেকে এক কোটি ১৯ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ কিং কোবরা আতশবাজি আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ।


বিজ্ঞাপন


বিজিবি জানায়, বুধবার ভোরে ১০ বিজিবির আওতায় সদর উপজেলার বিবির বাজার বিওপির কটকবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ছয় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মিয়া বাজার (ফুড প্যালেস) নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় অবৈধ কিং কোবরা আতশবাজি আটক করা হয়। এসব আতশবাজির আনুমানিক মূল্য এক কোটি ১৯ লাখ ৬৫ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, কুমিল্লা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বিজিবি। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে এসব মালামাল আটক করা হয়। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর