সারাদেশের মতো ঝালকাঠির চার উপজেলায় মোট ৮৭ হাজার ২১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর।
বিজ্ঞাপন
জানা গেছে, আগামী ১৫ জুন জেলায় মোট ৮৭ হাজার ২১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১০ হাজার ৪১৩জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৭৬ হাজার ৬০৮ জন। ৬-১১ মাসের শিশুকে ১ লাখ ইউনিটের নীল রঙের ও ১২-৫৯ মাসের শিশুকে ২ লাখ ইউনিটের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
এসময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদারসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
প্রতিনিধি/ এজে