সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

কোচিংয়ে যাওয়ার পথে বাসচাপায় ভাই-বোনসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ১২:৩৫ পিএম

শেয়ার করুন:

কোচিংয়ে যাওয়ার পথে বাসচাপায় ভাই-বোনসহ নিহত ৩

চট্টগ্রামে কোচিংয়ে যাওয়ার পথে বাসচাপায় ভাই-বোনসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদরে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবরঞ্জন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— ওয়াকার উদ্দীন আদিল (১২), তার বড় বোন উম্মে হাবিবা রিজভী (১৫)। তারা দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও জামিজুরি এলাকার জসিম উদ্দিনের সন্তান। অটোরিকশাচালক রুহুল আমিন (৪৫)।

জানা যায়, চট্টগ্রামগামী পূরবী বাসটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ এলাকায় যাচ্ছিল। অন্যদিকে একটি অটোরিকশা শিক্ষার্থীদের নিয়ে কোচিংয়ে যাচ্ছিল। পথে দোহাজারী পৌরসভা রেলস্টেশন রোডের প্রবেশমুখে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে আসা ওই অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় অটোরিকশার চার যাত্রীর মধ্যে ভাই-বোন ও অটোরিকশা চালক নিহত এবং কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হন। আহত ওই শিক্ষার্থীকে প্রথমে দোহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

দোহাজারী হাইওয়ে থানার ওসি সুবরঞ্জন জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও এর চালক ও সহকারী পলাতক রয়েছেন। তাদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। 

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর