সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

কুমিল্লায় ১ কোটি ১৯ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ১১:২৯ এএম

শেয়ার করুন:

কুমিল্লায় ১ কোটি ১৯ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) এর কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অভিযানে ১ কোটি ১৯ লাখ ৫৬ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় কিং কোবরা বাজি জব্দ করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) ভোর আনুমানিক ৫টায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ বিবির বাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন


অভিযানে সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মিয়া বাজার (ফুড প্যালেস) নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৫ লাখ ৯৭ হাজার ৮০০ পিস অবৈধ ভারতীয় কিং কোবরা বাজি উদ্ধার করা হয়। জব্দ করা বাজির বাজার মূল্য প্রায় ১ কোটি ১৯ লাখ ৫৬ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। আজকের এই সফল অভিযান চোরাচালানকারিদের বিরুদ্ধে বিজিবি’র সতর্কতা ও সক্ষমতার প্রমাণ। জব্দ করা মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর