বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

কোনাবাড়ীতে মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ১০:৪৫ পিএম

শেয়ার করুন:

loading/img

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ীতে মাইক্রোবাসে ডাকাতি ঘটনায় জড়িত চার ডাকাতকে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত ৩টি মোবাইলসহ নগদ ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) রাত থেকে বুধবার (১২ মার্চ) ভোর পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলা ও কামারখন্দ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 


বিজ্ঞাপন


গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ পৌরসভার মাহমুদপুর মহল্লার হামিদুল ইসলামের ছেলে মো. তুষার হোসেন (৩০), রায়পুর উত্তরপাড়া (১নং মিলগেট) এলাকার আ. লতিফ খানের ছেলে তুষার আহম্মেদ অন্তর খান (২৯), কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের সোলেমান মণ্ডলের ছেলে রাশেদুল ইসলাম ওরফে কেতু ওরফে কেচু (৩৫) ও একই এলাকার মানিক মণ্ডলের ছেলে আ. রহিম মন্ডল (৩৬)। 

সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৯ মার্চ রাতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলনে অংশগ্রহণ একটি মাইক্রোবাসে করে শিক্ষক নেতারা রাজশাহীতে ফিরছিলেন। মাইক্রোবাসটি যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ী ধান গবেষণা ইন্সটিটিউটের সামনে পৌঁছলে মাইক্রোবাসে ইট-পাটকেল নিক্ষেপ করে ডাকাত দল। এ সময় মাইক্রোবাসের পিছনে বিকট শব্দ হয়। মাইক্রোবাসের চালক গাড়ির চাকা পামছার হয়েছে মর্মে গাড়িটিকে মহাসড়কের সাইডে রেখে গাড়ি থেকে নামলে অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত ধারালো দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গাড়ির সামনে এসে মাইক্রোবাসের ভিতরে থাকা সকলকে প্রাণনাশের ভীতি প্রদর্শন করে এবং নগদ টাকাসহ মোবাইল ৬টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। 

এ ঘটনায় রাজশাহী জেলার শিক্ষক নেতা ড. মো. ওবায়দুল্লাহ বাদী হয়ে যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করেন। এই মামলায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় ডাকাতদের ব্যবহৃত ১টি রামদা, ১টি হাসুয়া, ১টি ডেগার ও ১টি লোহার রড উদ্ধার করে। গ্রেফতারকৃত ৪জন ডাকাতদের মধ্যে ৩জন ডাকাত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন বলে ডিবি ওসি জানিয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন